প্রিন্ট এর তারিখঃ Aug 6, 2025 ইং || প্রকাশের তারিখঃ Apr 27, 2025 ইং
জন আকাঙ্খা বাস্তবায়ন করায় বিএনপির প্রধান কাজ.........চন্দন

আক্কেলপুর(জয়পুরহাট)প্রতিনিধিঃ
বিএনপির রাজশাহীর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেছেন, বিএনপির রাজনীতি জনগণকে খুশি করার জন্য। জনগণের সকল ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে অতীতেও বিএনপি ছিল, এখনো বিএনপি আছে। বিএনপি একমাত্র দল যারা বাংলাদেশে জনগণের অধিকার আদায়ের সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। কারণ জন আকাঙ্খা বাস্তবায়ন করায় বিএনপির প্রধান কাজ।
রবিবার বিকেলে জয়পুরহাটের আক্কেলপুরে দেওড়া স্কুল মাঠে রায়কালী ইউনিয়ন বিএনপির ৭ ও ৮ নং ওয়ার্ডের আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা জনসমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা একটি বৈষম্যহীন ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করবো।
এসময় আরো বক্তব্য রাখেন, আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ রানা, বিএনপি নেতা আমিনুর রশীদ ইকু, রায়কালী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান বুলু, সাধারণ সম্পাদক আহম্মেদ মোশারফ, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাফর হোসেন , সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমূখ।
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত।