১. সঠিক জীবনসঙ্গী বেছে নিন জীবনে সাফল্য ও সুখের অন্যতম মূল চাবিকাঠি হলো সঠিক জীবনসঙ্গী নির্বাচন। আপনার জীবনসঙ্গী যেন আপনার সন্তানদের জন্য আদর্শ মানুষ হতে পারেন, সেটি নিশ্চিত করুন। ভুল মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলে জীবনজুড়ে ছোট-বড় অসংখ্য সমস্যার সৃষ্টি হতে পারে।
২. স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলুন ফাস্ট ফুড, অতিরিক্ত চিনি এবং কার্বনেটেড ড্রিংক যতটা সম্ভব এড়িয়ে চলুন। পর্যাপ্ত পানি পান করুন এবং প্রতিদিন ৭-৮ ঘণ্টা গভীর ঘুম নিশ্চিত করুন। সুস্থ শরীরই সুখী জীবনের প্রথম শর্ত।
৩. নিয়মিত ব্যায়াম করুন সপ্তাহে অন্তত ১৫০ মিনিট ব্যায়াম করুন। প্রতিদিন ২৫–৩০ মিনিট দ্রুতগতিতে হাঁটলেও শরীর ও মনের ওপর বিশাল ইতিবাচক প্রভাব পড়বে।
৪. সামর্থ্যের চেয়ে মিতব্যয়ী জীবনযাপন করুন আপনার আয় যাই হোক না কেন, জীবনযাত্রা এমনভাবে পরিচালনা করুন যাতে সঞ্চয় সম্ভব হয়। আয়ের অন্তত এক–তৃতীয়াংশ জমাতে চেষ্টা করুন। পাশাপাশি অতিরিক্ত আয়ের উৎস তৈরি করুন এবং সঞ্চিত অর্থ এমন সম্পদে বিনিয়োগ করুন, যা থেকে আয় আসে।
৫. বিশ্বস্ত বন্ধু তৈরি করুন জীবনে অন্তত ২–৩ জন সত্যিকারের বিশ্বস্ত বন্ধু রাখুন। কঠিন সময়ে মানসিক সমর্থন পেতে, সুখের মুহূর্ত ভাগ করে নিতে ও মানসিক স্বাস্থ্য ভালো রাখতে বন্ধু অপরিহার্য।
৬. শখকে পেশায় রূপ দিন পেশা এমন কিছু বেছে নিন, যা আপনার সত্যিকারের ভালো লাগে। যখন আপনি ভালোবাসার কাজ করবেন, তখন সেটিকে আর কাজ মনে হবে না— বরং উপভোগ করবেন।
৭. ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করুন নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে সবাইকে জানানোর প্রয়োজন নেই। নীরবে এগিয়ে যান। মনে রাখবেন, যা অন্যরা জানে না, তা নষ্ট করার সুযোগও পায় না।
৮. তাৎক্ষণিক প্রতিক্রিয়া এড়ান কোনো উত্তেজক পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেখিয়ে অন্তত এক মিনিট সময় নিন। বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন, নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন। রাগের মাথায় কোনো কিছু বলা বা করা থেকে বিরত থাকুন— কারণ বোবার শত্রু থাকে না।