দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে প্রাণ হারালেন ১১ জন। গতকাল রোববার ও আজ সোমবার কুমিল্লা, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ ও চাঁদপুরে এসব মৃত্যুর ঘটনা ঘটে।
কুমিল্লা
মুরাদনগর উপজেলার কোরবানপুর এলাকায় ফসলের মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই কৃষক নিখিল দেবনাথ (৫৮) ও জুয়েল ভূঁইয়া (৩০) মারা যান। একই দিনে বরুড়া উপজেলার পয়েলগচ্ছ গ্রামে ঘুড়ি ওড়ানোর সময় বজ্রপাতে দুই কিশোর মোহাম্মদ জিহাদ (১৪) ও মো. ফাহাদ (১৩) প্রাণ হারায়। এ ঘটনায় আরও এক শিশু গুরুতর আহত হয়েছে।
কিশোরগঞ্জ
অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর এলাকায় হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ইন্দ্রজিৎ দাস (৩০) ও স্বাধীন মিয়া (১৫) নামের দুই কৃষক মারা যান। পাশাপাশি মিঠামইন উপজেলার শান্তিগঞ্জ হাওরে খড় শুকাতে গিয়ে বজ্রপাতে নিহত হন ফুলেছা বেগম (৬৫)।
নেত্রকোনা
কলমাকান্দা উপজেলার ধনুন্দ গ্রামে বজ্রপাতে দিদারুল ইসলাম (২৮) আহত হয়ে হাসপাতালে নেওয়ার পর মারা যান। একইদিনে মদন উপজেলার তিয়োশ্রী গ্রামে মাদ্রাসায় যাওয়ার পথে বজ্রপাতে মারা যায় আরাফাত (১০)।
সুনামগঞ্জ
শাল্লা উপজেলার আটগাঁও গ্রামের বুড়িগাঙ্গাল হাওরে গরু চরাতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে কলেজছাত্র রিমন তালুকদারের।
চাঁদপুর
কচুয়া উপজেলার নাহারা গ্রামে ধান তুলতে গিয়ে বজ্রপাতের শব্দে হার্ট অ্যাটাকে মারা যান গৃহবধূ বিশাখা রানী (৩৫)।