প্রিন্ট এর তারিখঃ Aug 5, 2025 ইং || প্রকাশের তারিখঃ May 14, 2025 ইং
কালাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলায় ট্রাকচাপায় রবিউল ইসলাম (৩৬) নামের এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় উপজেলার জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কে বাঁশের ব্রিজ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত রবিউল ইসলাম উপজেলার পুনট ইউনিয়নের মাদাই-খরপা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন অটোভ্যানচালক ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ওই দিন সন্ধ্যায় ব্যাটারিচালিত অটোভ্যানে করে আলু নিয়ে বগুড়ার কিচক বাজারের উদ্দেশে রওনা হন রবিউল ইসলাম। পথিমধ্যে পুনট ইউনিয়নের বাঁশের ব্রিজ এলাকায় পৌঁছালে তার ভ্যানটির চাকা হঠাৎ ভেঙে যায়। এতে সড়কে ছিটকে পড়ে যান তিনি। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে পথেই তার মৃত্যু ঘটে।
হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় পরিবার-পরিজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তারা দ্রুতগামী যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ ও মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত।