বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র চেয়ারপারসনের উপদেষ্টা ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফা কর্মসূচিকে জনগণের মাঝে ছড়িয়ে দিতে জয়পুরহাটের আক্কেলপুর শহরে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে।
এ কার্যক্রমের নেতৃত্বদেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য, জয়পুরহাট-২ (কালাই,ক্ষেতলাল, আক্কেলপুর) আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।
বৃহস্পতিবার (১৯ জুন) উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের স্থানীয় জনসাধারণের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন এবং ৩১ দফার মূল বার্তাগুলো তুলে ধরেন ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। এই কর্মসূচির মাধ্যমে বিএনপি প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের রূপরেখা সম্পর্কে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপি নেতা আব্দুল ওয়াহেদ আলী প্রামানিক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হান খাঁন, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জুলফিকার আলী শ্যামল, বিএনপি নেতা মাহবুব আলম, আক্কেলপুর ডিগ্রি কলেজের সাবেক আহবায়ক রুঞ্জু হোসেনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।।