গত বুধবার বিকালে দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় বন্দর নগর কবিতা সংসদের আয়োজনে তালোড়া সরকারি শাহ্ এতেবারিয়া কলেজের শ্রেণিকক্ষে ফল উৎসব ও কবি আড্ডা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা বন্দর নগর কবিতা সংসদের সভাপতি আব্দুল মজিদ খোন্দকার এর সভাপতিত্বে ও কবি সিক্তা কাজল এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সরকারি শাহ্ এতেবারিয়া কলেজের অধ্যক্ষ ফারুক আহম্মেদ, সরকারি আজিজুল হক কলেজের সাবেক উপাধ্যক্ষ খৈয়াম কাদের, বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কমান্ডার মোনওয়ার তালুকদার, তালোড়া পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক এমরান আলী রিপু, কবিতা সংসদের উপদেষ্টা সাবেক প্যানেল মেয়র মোশারফ হোসেন সেলিম মুন্সি, সমাজসেবক নবিউল ইসলাম নয়ন, বগুড়া লেখক চক্র এর সভাপতি ইসলাম রফিক, বীরমুক্তিযোদ্ধা মোকলেছুর রহমান, পুন্ড্র সাহিত্য পরিষদের উপদেষ্টা এম আর পাটয়ারী, বন্দর নগর কবিতা সংসদের সাধারণ সম্পাদক মোমিন ইসলাম শাওন, সদস্য আব্দুল মজিদ হারুন প্রমুখ। কবি আড্ডায় কবিতা পাঠ করেন অন্যন্য রাসেল, সাকিবুল সাকিব, আমিনুর রহমান। পরে আম, কাঁঠাল সহ বিভিন্ন মৌসুমি ফল খাওয়ানো হয়।