জয়পুরহাটের কালাইয়ে জেলা বিএনপি’র সেকাল-একাল নামক একটি বইয়ের মোড়ক উম্মোচন করা হয়েছে। আজ সোমবার (৭ জুলাই) বিকালে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় কালাই সরকারি মহিলা কলেজ সড়কে সেকাল-একাল নামক বইয়ের মোড়ক উম্মোচন করেন উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসোন মন্ডল। সাথে ছিলেন সেকাল-একাল বইয়ের লেখক অধ্যাপক আমিনুর রহমান (বকুল)।
উপজেলা ও পৌর জিয়া পরিষদের আয়োজনে বই মোড়ক উম্মোচন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা জিয়া পরিষদের সভাপতি মোসাদ্দেক হোসেন। এ সময় বক্তব্য দেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম চৌধুরী টুকু, কালাই ডিগ্রি কলেজের সভাপতি ও আহম্মেদাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক তাজদ্দিন, পৌর জিয়া পরিষদের সভাপতি অধ্যক্ষ শাহজাহান আলীসহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা জিয়া পরিষদের সাধারন সম্পাদক শামীম রেজা।