জয়পুরহাটের আক্কেলপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকরী হোসাইন আলী নিহত হয়েছেন।
ঘটনাটি সোমবার দুপুর ২ টায় আক্কেলপুর - জয়পুরহাট সড়কের ভালকী ব্রিজ এলাকায় ঘটেছে।
জানা গেছে, সোমবার উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের মাতাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাব-ক্লাস্টার প্রশিক্ষণ চলছিল। তিনি দুপুরে দাপ্তরিক কাজে সেখানে যাওয়ার পথে বৃষ্টি ভেজা সড়কে পিছলে গিয়ে সড়কের পাশে থাকা গাছের সাথে সজোরে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পান। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান সড়ক দুর্ঘটনায় তার মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ ওসি মাসুদ রানা বলেন, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন