গতকাল বুধবার দুপচাঁচিয়া উপজেলার চ্যাঙ্গা পালপাড়ায় বিষাক্ত ট্যাবলেট সেবন করে অসুস্থ গৃহবধূ আমেনা খাতুন (৩৮) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ
হাসপাতালে মারা গেছেন। জানা গেছে, উপজেলা সদরের চেঙ্গা পালপাড়া গ্রামের ইউসুফ আলীর স্ত্রী আমেনা খাতুন এর সাথে ঘটনার দিন গত মঙ্গলবার সন্ধ্যায় তুচ্ছ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী ইউসুফ আলী বাড়ির বাহিরে চলে যায়। কিছু পর ফিরে এসে দেখে তার স্ত্রী আমেনা খাতুন বমি করতিছে। তার
চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসে। দ্রুত তাকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাৎক্ষণিক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার ভোর রাত ১টা ৫ মিনিটে মারা যায়। এ বিষয়ে গৃহবধূর বড় ভাই শাহজাহান আলী প্রামানিক বাদী হয়ে থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা করেছেন।
মন্তব্য করুন