গতকাল বুধবার দুপচাঁচিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের হলরুমে কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাজেদুল আলমের সভাপতিত্বে ২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ এর পার্টনার কংগ্রেস প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ প্রদান
করেন, বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সোহেল মো: শামসুদ্দিন ফিরোজ, জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ একেএম মফিদুল ইসলাম, বগুড়া অঞ্চলের পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মাসুদ আহমেদ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সালমা আক্তার। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা সানোয়ার হোসেন, সমবায় অফিসার কেএমএ সালাম
প্রমুখ। উল্লেখ্য উক্ত প্রশিক্ষণে প্রায় শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন