গতকাল বৃহস্পতিবার দুপচাঁচিয়া প্রেসক্লাবে সাহিত্য বিভাগের আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মতয়ন্তী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে এদিন বিকালে ক্লাব কার্যালয়ে সভাপতি গোলাম ফারুকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী ও তার সাহিত্যকর্ম নিয়ে আলোচনায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক সামছুজ্জামান সালাম, প্রভাষক হাম্মাত আলী, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাজু মন্ডল, সিনিয়র সাংবাদিক বাহারাম আলী, অসীম কুমার দাস প্রমুখ। সমগ্র সভাটি পরিচালনা করেন, প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক মতিউর রহমান দেওয়ান পলাশ।
মন্তব্য করুন