মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ মে) বিকেলে শহরের ডাঃ আবুল কাশেম ময়দানে জেলা প্রশাসনের আয়োজনে শ্রম দপ্তরের বগুড়ার সহযোগিতায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৃপ্তি কণা মন্ডল, শ্রম দপ্তরের বগুড়ার সহকারী পরিচালক খালেদা জাহান, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসিবুল হক সানজিদ প্রমুখ।
অনুষ্ঠানে জেলার প্রায় ২৪টি প্রতিষ্ঠান ও সংগঠনের শিল্পীরা আবৃত্তি, সংগীত, কোরিওগ্রাফি, নৃত্য, বাঁশির সুর পরিবেশনা করেছেন।
মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।
মন্তব্য করুন