দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
গতকাল বৃহস্পতিবার দুপুরে দুপচাঁচিয়া থানা পুলিশ উপজেলা সদরের ডিমশহর নয়াপাড়া গ্রামের পুকুর থেকে মুন্না (১৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে।
জানা গেছে, উপজেলা সদরের ডিমশহর নয়াপাড়া গ্রামের মন্টু মিয়ার ছেলে মুন্না (১৯) পরিবারের সাথে বসবাস করতো। ঘটনার দিন গত বুধবার রাত আনুমানিক ১০টায় বাড়ি থেকে বের হয়। আর বাড়ি ফিরে নাই। ঘটনার দিন গতকাল বৃহস্পতিবার স্থানীয় লোকজন বাড়ির পাশেই পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পারিবারিক সূত্রে জানা গেছে, মুন্না মাদকাশক্ত ছিলো। ঘটনার দিন রাতে কোন এক সময় সে পুকুরের পানিতে পড়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়েছে। থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, এ সংক্রান্তে তার নানি নারগিস বেওয়া বাদী হয়ে থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করেছে।
মন্তব্য করুন