টাঙ্গাইলে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর গরু ডাকাতি মামলায় জয়পুরহাট থেকে মোহাম্মদ আলী (২৮) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। শুক্রবার (৬ জুন) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এরআগে বৃহস্পতিবার (৫ জুন) রাতে পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ আলী জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর পশ্চিমপাড়া এলাকার নূরনবী মণ্ডলের ছেলে। ডাকাতির মামলার তদন্তের তার নাম পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, গত ২৩ এপ্রিল টাঙ্গাইল সদরের দেলধা গ্রামের আব্দুল জলিলের ছেলে বাবু লালমনিরহাট বড়বাড়ী হাট হতে ছয়টি ষাঁড় গরু কিনে বাড়ি ফিরছিলেন। ওইদিন দিবাগত রাতে তাদের বহনকৃত পিকআপটি বাসখানপুর হট্টিচরা আসলে ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে তাদের গরুগুলো ডাকাতি করেন। ওই ঘটনায় ২৪ এপ্রিল টাঙ্গাইল সদর থানায় মামলা হয়। মামলার তদন্তে মোহাম্মদ আলীর নাম পাওয়া যায়। তিনি নিজ এলাকায় আত্নগোপনে ছিলেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি মোহাম্মদ আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব।
মন্তব্য করুন