জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় কালো পাথরের বিষ্ণু মূর্তিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। সোমবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এরআগে রোববার (১৫ জুন) দুপুর ২টার দিকে পাঁচবিবি উপজেলার দানেশপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাবের দাবি, কালো পাথরের বিষ্ণু মূর্তিটি কষ্টি পাথরের। এটি মূল্যবান পাথর।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার কল্যাণপুর গ্রামের বাসিন্দা বাবুল হোসেন (৬৭) ও পাঁচবিবি উপজেলার দানেশপুর গ্রামের মোরসালিন সরকার (২৩)।
র্যাব জানায়, বাবুল ও মোরসালিন দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে কষ্টিপাথরের মূর্তি সংগ্রহ করে সীমান্তবর্তী এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে পাচার করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাবের গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে। এরপর রোববার দুপুরে দানেশপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে অভিনব কায়দায় প্লাস্টিকের বস্তার ভিতরে লুকিয়ে রাখা মূল্যবান কালো পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। সেটি কষ্টি পাথরের। ওই পাথর জব্দ করে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, ওই দুইজনের বিরুদ্ধে থানায় ১৯৭৪ এর বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। আজ সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।
মন্তব্য করুন