বাবুল হোসেন, (পাঁচবিবি) জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশঃ 1-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

বিএনপি-জামাতের তকমা দিয়ে উন্নয়ন বঞ্চিত বড়মানিকা উচ্চ বিদ্যালয়

রাজনৈতিক প্রতিহিংসার কারণে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঐতিহ্যবাহী বড়মানিকা উচ্চ বিদ্যালয়টি উন্নয়ন বঞ্চিত হয়ে মুখ থুবড়ে আছে । ছাত্র-ছাত্রীর সংখ্যা , ফলাফল, সহপাঠ্যক্রম, স্কাউটিং খেলা-ধুলাসহ সকল ক্ষেত্রেই বিদ্যালয়টির সুনাম থাকলেও অবকাঠামোর কোন উন্নয়ন হয়নি। জরাজীর্ণ টিনের ছাউনী লোনাধরা স্যাঁতস্যাঁতে শ্রেণী কক্ষগুলির দৈন্যদশা ও সেকেলে আসবাবপত্র বিগত সরকারের রাজনৈতিক প্রতিহিংসারই পরিচয় বহন করে।

পাঁচবিবি উপজেলা শহরের ১ কিলোমিটার পশ্চিমে ছোট যমুনা নদীর পশ্চিম তীর ঘেঁষে আন্তঃউপজেলা সড়ক সংলগ্ন অত্যন্ত মনোরম পরিবেশে স্কুলটি ১৯৮৮ সালে স্থাপিত হয়। স্থাপিত হওয়ার পর থেকেই বিদ্যালয়টি শিক্ষা বিস্তারে অত্র এলাকায় অনন্য ভুমিকা পালন করে আসছে। এ বিদ্যালয়ে পড়ালেখা করে হাজার হাজার ছাত্র-ছাত্রী দেশে বিদেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনসহ দেশ সেবায় বলিষ্ট ভুমিকা রাখছে। স্কাউটিং খেলাধুলাসহ সহপাঠ্যক্রম বিষয়গুলোতে এবিদ্যালয়ের শিক্ষার্থীদের সফলতা ইর্ষণীয়। প্রমান সরুপ অসংখ্য স্বীকৃতিপত্র, ক্রেস্ট, শিল্ড কাপ, এ্যাওয়ার্ড, সার্টিফিকেট, বিদ্যালয়ের অফিস কক্ষে যত্নের সঙ্গে রক্ষিত আছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিন আলী মন্ডল জানান ‘বর্তমান স্কুলে প্রায় ৪’শত শিক্ষার্থী পড়ালেখা করছে কিন্তু এতগুলো ছাত্র-ছাত্রী বসার মত শ্রেণি পরিবেশ নাই। ৩৫ বছর পূর্বে নির্মিত সেমিপাকা টিনের ছাউনী দেওয়া ৬টি রুমের মধ্যে ৫টির অবস্থাই আশঙ্কাজনক। টিন ফুটো হয়ে বৃষ্টির পানি পরে, বর্ষা মৌসুমে বৃষ্টির সময় ক্লাস করানো সম্ভব হয় না।

 ঐচ্ছিক বিষয়গুলি ছাত্রিদের কমনরুমে অথবা গাছের নিচে পড়ানো হয় যা মোটেও শিক্ষা বান্ধব পরিবেশ নয়। ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্টের ৩টি পাকা রুম আছে তাও ৩০’বছরের পুরাতন, ছাদের প্লাস্টার খসে পড়ে  শিক্ষার্থীদের আহত হওয়ার ঘটনা নতুন নয়। কাজেই বেগতিক অবস্থা দেখে ঐজরাজীর্ণ ৩টি পাকা রুমের ১টি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বসার জন্য বরাদ্দ (অফিস কক্ষ), ১টিতে পাঠাগার, অন্যটি সাইন্সল্যাব হিসাবে ব্যবহার করা হয়। যাতে দূর্ঘটনা ঘটলে ক্ষয়ক্ষতির পরিধি বিস্তৃত না হয়। ছাত্র-ছাত্রীদের উপস্থিতি একটু বেশি হলে শ্রেণী কক্ষে আর জায়গা হয় না। শিক্ষার্থীদেরকে দাঁড়িয়ে থাকতে হয়। মাঝে মাঝেই এরকম পরিস্থিতির মুখোমুখি হতে হয়। আশেপাশের এবং প্রত্যন্ত এলাকার অধিকাংশ স্কুল মাদ্রাসায় বহুতল ভবন হয়েছে কিন্তু এখানে হলো না কেন এমন প্রশ্ন করলে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিন আলী মন্ডল বলেন, আমাদের বিদ্যালয়টি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে। আওয়ামীলীগের দীর্ঘ শাসন আমলে স্থানীয় সাংসদ ছিলেন সামছুল আলম দুদু।

 স্কুল সংলগ্ন এলাকার মানুষ অধিকাংশ বিএনপি জামাত সমর্থিত হওয়ায় এমপি মহোদয় স্কুলটিকে লাল তালিকা ভুক্ত করে রেখেছিলেন। বহুবার তার নিকট ধর্ণা দিয়েও কাজ হয়নি। বর্তমান পরিবর্তিত সময়ে এমপি না থাকলেও নিরপেক্ষ অন্তবর্তীকালীন সরকার রয়েছে। দৈন্যদশা থেকে স্কুলটিকে মুক্ত করার জন্য সরকারের নিকট আবেদন জানাই! স্কুলে সেমিপাকা ঘরগুলির পশ্চিম পাশ ঘেঁষে একটি জলাশয় রয়েছে। প্রতিনিয়ত জলাশয়ের পানির ঝাপটা লেগে স্কুল ঘরের ভিত্তি থেকে মাটি অপসারণ হচ্ছে এতে ভবনটি হুমকির মুখে পড়েছে। যে কোন সময় বড় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। বিদ্যালয় এলাকার শিক্ষা বান্ধব ও অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল জলিল মন্ডল জানান, এই উচ্চ বিদ্যালয়টি ছাড়া আশে পাশের অধিকাংশ প্রতিষ্ঠানে বহুতল ভবন হয়েছে। এমনকি অত্র বিদ্যালয়ে ১টি শ্রেণিতে যে পরিমান শিক্ষার্থী রয়েছে বহুতল ভবন পাওয়া অনেক প্রতিষ্ঠানে সব ক্লাস মিলে  অত শিক্ষার্থী নেই। তারপরও এখানে আধুনিক একাডেমিক ভবন হয়নি এমনকি এই বিদ্যালয়ের নামে বরাদ্দ হওয়া ভবন কেটে অন্যত্র দেয়া হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোরশায় পানির সংকট নিরসনের দাবীতে মানববন্ধন

1

নিরাপত্তা ঝুঁকিতে দেশ, বেনামী পাসপোর্টে বিদেশ যাত্রা !

2

৫ জুলাই জয়পুরহাটে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা

3

পাবনায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ২ কোটি ৫৮ লক্ষ ট

4

কালাইয়ে ডাকাতির মামলার আসামী ডিবি পুলিশের হাতে গ্রেফতার

5

নওগাঁয় অনূর্ধ্ব-১৫ বালকদের ফুটবল প্রশিক্ষণ শুরু

6

ইট ভাটার খোঁয়ায় নষ্ট ধানখেত, কৃষকেরা পেলেন ক্ষতিপূরণের টাকা

7

আদমদীঘিতে ১০০ পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

8

আত্রাইয়ে কুরবানির চামড়া সংরক্ষণে লবণ বিতরণ

9

শহীদ জিয়ার শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে কালাইয়ে শিক্ষার্থীদের হ

10

দুপচাঁচিয়ার তালোড়ায় ফল উৎসব ও কবি আড্ডা অনুষ্ঠিত

11

আত্রাইয়ে ১১ মাদকাসক্তের বিভিন্ন মেয়াদে সাজা

12

নওগাঁয় মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য সেইফটি দিবস পালিত

13

সমস্যামুক্ত জীবনের চাবিকাঠি: মাত্র ৮টি সহজ কাজ

14

জয়পুরহাটে তালগাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

15

জ্বর হলে কী করবেন

16

মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তিন শি

17

কালাইয়ে সবুজ ধানের পাতায় দুলছে কৃষকের স্বপ্ন

18

আ জ ম নাসিরের ক্যাশিয়ার, জমির এখনও চসিকের ঠিকাদার!!!

19

আদমদীঘিতে নাশকতা মামলায় যুবলীগের এক কর্মী গ্রেপ্তার

20