নাটোরের লালপুর উপজেলায় এক আইনজীবীর বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন ওই আইনজীবীসহ পরিবারের তিনজন।
বুধবার (২৩ এপ্রিল)
দিবাগত রাত
১২টার পর
লালপুর সদর
ইউনিয়নের মাধবপুর
গ্রামে এ
ঘটনা ঘটে।
আহত আইনজীবী
সাধন কুমার
দাস (৪২)
নাটোর জেলা
আইনজীবী সমিতির
সদস্য। বর্তমানে
তিনি রাজশাহী
মেডিকেল কলেজ
হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও পরিবার
সূত্রে জানা
যায়, রাত
১২টার দিকে
৮-১০
জনের একটি
সশস্ত্র ডাকাতদল
রাম দা,
হাঁসুয়া ও
চায়নিজ কুড়াল
নিয়ে বাড়ির
পেছনের গেট
ভেঙে ভেতরে
প্রবেশ করে।
প্রথমেই তারা
সাধন কুমারকে
শয়নকক্ষে পেয়ে
হাত-পা
ও চোখ-মুখ বেঁধে
ফেলে। টাকা
ও স্বর্ণালংকার
দিতে অস্বীকৃতি
জানালে তাকে
কুপিয়ে জখম
করে।
চিৎকার শুনে এগিয়ে
আসেন তাঁর
ভাতিজা রিপন
কুমার দাস
(৩২) ও
রিপনের স্ত্রী
সুমি রানী
(২৫)।
তাদের বাধা
দেওয়ার চেষ্টা
করলে ডাকাতরা
তাদেরও কুপিয়ে
আহত করে।
পরে ডাকাতরা
বাড়ি থেকে
প্রায় তিন
লাখ টাকা
এবং প্রায়
১০ ভরি
স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।
আহতদের প্রথমে উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং
পরে গুরুতর
আহত সাধন
কুমারকে রাজশাহী
মেডিকেল কলেজ
হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহত রিপন জানান,
তাঁর কাকা
অসাবধানতাবশত শয়নকক্ষের দরজা খুলে ঘুমিয়ে
পড়েছিলেন, যা ডাকাতদের জন্য সুবিধা
হয়ে দাঁড়ায়।
ডাকাতরা খুব
দ্রুত, মাত্র
পাঁচ মিনিটেই
পুরো ঘটনা
ঘটিয়ে পালিয়ে
যায় বলে
জানান তিনি।
এ বিষয়ে লালপুর
থানার পুলিশ
পরিদর্শক (তদন্ত) মোমিনুজ্জামান বলেন, "খবর
পাওয়ার পরই
পুলিশ ঘটনাস্থল
পরিদর্শন করেছে।
এখনো অভিযোগ
পাওয়া যায়নি,
তবে অপরাধীদের
ধরতে অভিযান
চলছে।
মন্তব্য করুন