জয়পুরহাট শহরের স্টেশন রোডের হরিজন পট্টি ও ফুলতলী এলাকায় সেনাবাহিনীর বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মিঠুন হরিজন (৩৭), মোস্ত হাসান (২৬), রুবেল হোসেন (৩০), চম্পা (৩৭) ও মুক্তি (২৬)।
সেনাবাহিনী জানায়, অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ২০ লিটার চোলাই মদ, মাদক সেবনের বিভিন্ন উপকরণ ও নগদ ৫৪,৯৫০ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জয়পুরহাট থানায় হস্তান্তর করা হয়। জয়পুরহাট থানার ওসি নুর আলম সিদ্দিক জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন