Nekre News
প্রকাশঃ 30-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

সুবিধাভোগী নির্ধারণে ব্যতিক্রমী উদ্যোগ

জয়পুরহাটের আক্কেলপুরে মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাধীন ‘ভালনারেবল ইউমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) প্রকল্পে সুবিধাভোগী নির্ধারণে নেওয়া হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। সোমবার উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নে প্রকৃত উপকারভোগীকে নির্বাচনের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে গণ শুনাণীর মাধ্যমে বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এবারই প্রথম বারের মতো গণ শুনাণীর মাধ্যমে উপকারভোগী নির্ধারণ করা হয়।

জানা গেছে,  এই প্রকল্পের আওতায় প্রতি মাসে একজন সুবিধাভোগী নারীকে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। এ সুবিধা তাঁরা অব্যাহতভাবে পাবেন আগামী দুই বছর, অর্থাৎ ২০২৫-২৬ চক্রজুড়ে। এই সামাজিক নিরাপত্তামূলক প্রকল্পের মূল লক্ষ্য সমাজের প্রান্তিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং স্বাবলম্বী হতে সহায়তা করা।

সোমবার রুকিন্দিপুর ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা গেছে, এই ইউনিয়নে মোট ১ হাজার ৬৭ জন নারী আবেদন করেছেন। তারা দীর্ঘ লাইনে দাড়িয়ে আছেন। এর মধ্য থেকে প্রকৃত ৪৩১ জন প্রাপক নির্ধারণ করতে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজকর্মী ও ইউনিয়ন পরিষদ সদস্যদের সমন্বয়ে গঠিত একটি যাচাই-বাছাই কমিটি কাজ করছে। প্রার্থীদের আয়, পরিবারিক অবস্থা, স্বামী পরিত্যক্তা বা বিধবা হওয়া, কর্মক্ষমতা ও অন্যান্য সামাজিক দিক বিবেচনায় এনে তালিকা প্রস্তুত করা হচ্ছে। বাছাই প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে এই কার্যক্রমে উপজেলা নির্বাহী অফিসার, ইউনিয়ন পরিষদের প্রশাসক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাও উপস্থিত ছিলেন। অনেক নারী নিজ নিজ আবেদনপত্রসহ উপস্থিত হয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন। 
এ সময় অনেকে আবেগ আপ্লুত হয়ে বলেন, এই প্রকল্প তাঁদের জন্য এক ধরনের আশীর্বাদ।
চকবিলা গ্রামের সালমা আক্তার আবেগ আপ্লুত হবেলেন, এখানে গণ শুনানীর মাধ্যমে প্রকৃত সুবিধাভোগী নির্ধারণ করা হবে এমন মাইকিং শুনে অনলাইনে আবেদন করে এখানে এসেছি। আমাদের পরিবারিক আয়, ব্যয় অবস্থা যাচাই বাছাই করে সুবিধাভোগী নির্ধারণ করা হচ্ছে। এখানে কোন তদবির বা সুপারিশের সুযোগ দেওয়া হচ্ছেনা। অত্যন্ত স্বচ্ছ পক্রিয়ার মাধ্যমে নির্ধারণ করা হচ্ছে।  এটা আমাদের জন্য এক ধরনের আশীর্বাদ।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নওশাদ আরা বলেন, সরকারি এই প্রকল্পে যেন প্রকৃত দরিদ্র ও অসহায় নারীরা উপকৃত হন, সেটিই আমাদের প্রধান লক্ষ্য। আবেদনকারীর সংখ্যা অনেক বেশি হলেও যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের নিশ্চিত করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম বলেন, এই ইউনিয়নে প্রাপ্যতার দ্বিগুন আবেদন পড়েছে। স্বামী পরিত্যক্তা, অসহায়, বিধবা নারীদের নির্ধারণ করতে আমাদের এই আয়োজন। এর মাধ্যমে অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে প্রকৃত উপকারভোগী শনাক্ত করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপচাঁচিয়ায় দুঃস্থদের মাঝে টিউবওয়েল বিতরণ

1

ইডেনে প্রবেশে ‘নিষেধাজ্ঞা’

2

জ্বর হলে কী করবেন

3

নওগাঁয় ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মান্দা

4

ইউটিউবের নতুন চেহারা: মিলবে আরও স্মার্ট ফিচার

5

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে শতভাগ পাশ, সবাই জিপিএ-৫

6

অগ্নিকান্ড ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে আদমদীঘি উপজেলা প্র

7

বিদেশ পাঠিয়ে কাগজ পেতে দেরি হওয়ায় মোবাইল চোর আখ্যা দিয়ে ট্রে

8

সমস্যামুক্ত জীবনের চাবিকাঠি: মাত্র ৮টি সহজ কাজ

9

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ

10

আদমদীঘিতে ১০০ পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

11

নওগাঁর বদলগাছীর ইউপি চেয়ারম্যান আনোয়ার কারাগারে

12

কালাইয়ে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

13

নওগাঁর এক কলেজে দুই অধ্যক্ষ, চেয়ারে বসা নিয়ে টানাহেঁচড়া

14

কালাইয়ে শহীদ জিয়ার (৪৪তম) শাহাদাত বার্ষিকী পালিত

15

গল্প তবু ঈদ আসে

16

বেতন নেই, তবু শিক্ষা থেমে নেই — চরম সংকটে জয়পুরহাটের দারুল আ

17

সান্তাহারে দুই স্টারসহ তিন খাবার হোটেলে ৭০ হাজার টাকা জরিমান

18

দুপচাঁচিয়ায় বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

19

পার্বতীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহ

20