দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর কাশিয়াকুড়ি গ্রামের স্ত্রীর উপর অভিমান করে পিন্টু প্রামানিক (৩৮) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
জানা গেছে, উপজেলার জিয়ানগর ইউনিয়নের কাশিয়াকুড়ি গ্রামের নইমুদ্দিন প্রামানিকের প্রবাসী ছেলে পিন্টু প্রামানিক দীর্ঘদিন পর দেশে ফিরে। বাড়িতে এসে জানতে পারে তার মেয়ে প্রেমের সম্পর্ক করে পাশ্ববর্তি গ্রামের ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়েটি প্রবাসী পিন্টু প্রামানিক মেনে নিলেও তার স্ত্রী বিষয়টি মেনে নেয় না। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধের সৃষ্টি হয়। প্রায়ই তাদের মাঝে ঝগড়া বিবাদ লেগেই থাকে। সংসারে নেমে আসে অশান্তি। এরই জের ধরে ঘটনার দিন গত শনিবার পিন্টু প্রামানিক নিজ শয়ন ঘরের ফ্যানের সাথে ওড়না বেঁধে গলায় ফাঁস দেয়। বাড়ির লোকজন টের পেয়ে দ্রæত তাকে উদ্ধার করে প্রথমে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে গত বুধবার বাড়িতে আনার পথে ছোট নিলাহালী বাজারে পৌছিলে তার মৃত্যু হয়। থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, এ সংক্রান্তে তার বাবা নইমুদ্দিন প্রামানিক বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করেছে।
মন্তব্য করুন