আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও বিচারের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল-প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পাটি (এনসিপি)। শনিবার (৩ মে) বেলা ১১ টায় শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে মিছিলটি বের করা হয়। বিক্ষোভ মিছিল শেষে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে এসে শেষ। সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনটির নেতারা জানান, জাতীয় নাগরিক পাটির (এনসিপি) জেলা সংগঠক ফিরোজ আলমগীরের নেতৃত্ব বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে দলটির কর্মী-সমর্থকেরা অংশ নেন। ওই মিছিল থেকে 'চব্বিশের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই' স্লোগান দেওয়া হয়।
মিছিল শেষে জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় এনসিপির জেলা সংগঠক ফিরোজ আলমগীর, বোরহান উদ্দিন, আশরাফুল ইসলাম, ওমর আলী বাবু সংগঠক বক্তব্য দেন। বক্তরা বর্তমান সরকারের কাছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও বিচার দাবি করেন। অন্যথায় এনসিপি মাঠ ছাড়বে বলে বলে হুঁশিয়ারি দেন।
এনসিপির অন্যতম জেলা সংগঠক ফিরোজ আলমগীর বলেন, বিগত ১৫ বছরে আওয়ামী লীগ বাংলাদেশের ওপর নির্যাতনের একটি স্টিম রোলার চালিয়েছে। আমরা পিলখানার হত্যাকাণ্ড, ৫ মে শাপলা চত্বরে হত্যাকাণ্ডসহ কোনটাই ভুলিনি। আজকে আওয়ামী লীগকে আশ্রয় দেওয়ার নামে পুর্নবাসনের চেষ্টা চালানো হচ্ছে। আমরা তাদের সাবধান করে জানিয়ে দিতে চাই, বাংলাদেশে আওয়ামী লীগের কোন পুনর্বাসন হবে না। যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তাদেরও আঁস্তাকুড়ে নিক্ষেপ করা হবে। আওয়ামী লীগকে নিধন করার মাধ্যমে আবার একটি বাংলাদেশ গঠন করা হবে।
মন্তব্য করুন