মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশঃ 30-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

ধামইরহাটে ১৭০ তম মহান সান্তাল হুল দিবস পালিত

মহান সান্তাল হুল  ১৭০ তম বর্ষপূতি উদযাপন দিবসে তীর নিক্ষেপ প্রতিযোগিতা, পদযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৩০ জুন সকাল ১০ টায় নওগাঁর ধামইরহাট উপজেলার জগদল আদিবাসী স্কুল ও কলেজ প্রাঙ্গনে ডাসকো ফাউন্ডেশন এবং হেকস/ ইপার এর থ্রাইভ প্রকল্পের সহযোগিতায়, আদিবাসী নারী মঞ্চ, ধামইরহাট, নওগাঁ এর আয়োজনে মহান সান্তাল হুল  ১৭০ তম বর্ষপূতি উদযাপন দিবসে তীরনিক্ষেপ প্রতিযোগিতা, পদযাত্রা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

হুল দিবস হলো সাঁওতাল বিদ্রোহের স্মরণে পালিত একটি দিবস, যা প্রতি বছর ৩০ জুন উদযাপিত হয়। ১৮৫৫ সালের এই দিনে সাঁওতালরা ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলো। হুল শব্দটি সাঁওতালি ভাষায় বিদ্রোহ।

উক্ত অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এস সি আলবার্ট সরেন, সংস্কৃতি কর্মী, সভাপতি-জাতিসত্তা মুক্তি সংগ্রাম পরিষদ ও চেয়ারপার্সন-বাংলাদেশ সান্তাল বাইসি (বিএসবি), অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এ এফ এম রুকুনুল ইসলাম, সিনিয়র পার্টনারশিপ কো-অর্ডিনেটর, হেকস/ইপার, মদন দাস-ফোকাল পার্সন, থ্রাইভ প্রকল্প, ডাসকো ফাউন্ডেশন, মো: এ টিএম বদিউল আলম, চেয়ারম্যান ১ নং ধামইরহাট ইউনিয়ন পরিষদ, ধামইরহাট, নওগাঁ, এ্যাড: প্রমিলা টুডু, জজ কোর্ট, ঢাকা, ডা: ফয়েজুল হাকিম (লালা), সম্পাদক-জামুকা, ঢাকা, অধ্যপক: সুদর্শন মালো পাঁচবিবি জয়পুরহাট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেরী মুর্মু, আহবায়ক  হুল দিবস উদযাপন কমিটি, জগদল, ধামইরহাট,নওগাঁ।

অনুষ্ঠানের শুরুতে তীর নিক্ষেপ প্রতিযোগিতা এবং পদযাত্রা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হুল দিবসের তাৎপর্য তুলে ধরা হয়। অতিথীবৃন্দ তাদের আলোচনায় সান্তাল সম্প্রদায়ের অধিকার নিয়ে কথা বলেন। এ এফ এম রুকুনুল ইসলাম, সিনিয়র পার্টনারশিপ কো-অর্ডিনেটর, হেকস ইপার তার বক্তব্যের মাধ্যমে হুল দিবসের সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য আদিবাসী নারী মঞ্চ, ধামইরহাট কে ধন্যবাদ জানান। মদন দাস, ফোকাল পার্সন থ্রাইভ প্রকল্প, ডাসকো ফাউন্ডেশন তার বক্তব্যে বলেন সরকারের পাশাপাশি ডাসকো ফাউন্ডেশন আদিবাসীদের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। ডা: ফয়েজুল হাকিম (লালা), সম্পাদক-জামুকা তার বক্তব্যে বলেন আদিবাসী ও সংখ্যালঘু জাতিসত্তার জমির উপর তাদের বংশ পরাম্পরায় যে অধিকার রয়েছে, বন ভূমি ও জলাশয়ের উপর আদিবাসী ও সংখ্যালঘু জাতিসত্তার প্রথাগত অধিকারের স্বীকৃতি যেন তারা পায়, সংবিধানে দেশের সকল আদিবাসী সংখ্যালঘু জাতি ও ভাষা-ভাষীর সীকৃতি যেন তারা পায়। হুল বিদ্রোহের ইতিহাস জানতে হবে। অনুষ্ঠানের সভাপতি মেরী মুরমু, আহবায়ক সান্তাল হুল দিবস উদযাপন কমিটি, জগদল তার বক্তব্যে আদিবাসী নারী মঞ্চ, ধামইরহাট গঠনের পিছনে হেকস/ ইপার এবং ডাসকো ফাউন্ডেশন এর অবদানের কথা উল্লেখ করে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, এ অনুষ্ঠানটি আয়োজনের মধ্য দিয়ে দেখিয়ে দিয়েছে যে, নারীরা পুরুষের থেকে কোন অংশে কম নন। পাশাপাশি এ ধরনের অনুণ্ঠান যেন প্রতিবছর ইউনিয়ন নারী মঞ্চের উদ্যোগে করতে পারে, সবার প্রতি সে আহবান জানিয়ে, সভার সমাপ্তি ঘোষণা করেন।

আলোচনা সভা শেষে আদিবাসীদের কৃষ্টি কালচার চর্চায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেলিটক নাম্বার দেখার উপায়

1

এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে কলম ও ফুল বিতরণ করলো

2

অগ্নিকান্ড ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে আদমদীঘি উপজেলা প্র

3

সান্তাহার ইউনিয়ন পরিষদের আড়াই কোটি টাকার বাজেট ঘোষণা

4

কালাইয়ে ১০০জন কৃষককে নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের প্র

5

আদমদীঘিতে ট্যাপেন্টাডল সহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

6

নওগাঁয় স্ত্রীকে কুপিয়ে আহত, গণপিটুনিতে স্বামী নিহত

7

সমস্যামুক্ত জীবনের চাবিকাঠি: মাত্র ৮টি সহজ কাজ

8

লাভের চেয়ে ক্ষতি করে যেই গাছ

9

আত্রাইয়ে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

10

“বিএনপি জনগণের রাজনীতি করে, ক্ষমতার নয়” — জয়পুরহাটে ওবায়দুর

11

৩৪ বছর পর কক্সবাজারে: রোজিনার স্মৃতিতে কেন উঁকি দিচ্ছে জাফর

12

কানে হেডফোন দিয়ে হাঁটছিলেন যুবক, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

13

আক্কেলপুরে আলুর কেজি দশ টাকা, কৃষকের মাথায় হাত

14

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু

15

নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

16

বিপুল পরিমাণ পাথরের মজুদ বিক্রি নেই উৎপাদন দিন দিন বৃদ্ধি পা

17

জয়পুরহাটে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

18

পোরশায় জমি নিতে বাবা- মাকে মেরে আহত করলেন মসজিদের ঈমাম ছেলে

19

ধামইরহাট পৌরসভার আয়োজনে জলবায়ু, কঠিন বর্জ্য ও পানি ব্যবস্থাপ

20