গতকাল মঙ্গলবার ভোর রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ চোরাই ইজিবাইক উদ্ধার সহ দুই চোরকে গ্রেফতার করেছে। জানা গেছে, উপজেলার মাষ্টারপাড়ার মিজানুর রহমানের ছেলে স্বপন হাসান পৌরসভায় মাষ্টাররোলে চাকুরি করে। সে ইজিবাইক কিনে যাত্রী পরিবহনের জন্য আদমদীঘি উপজেলার কালিবাড়ি তালসন গ্রামের ফেরদৌস এর ছেলে হাসান (২২) কে ভাড়ার মাধ্যমে প্রদান করেন। ঘটনার দিন গত সোমবার দুপুরে হাসান ইজিবাইকটি তার বাড়ি থেকে নিয়ে দুপচাঁচিয়া থানাবাসস্ট্যান্ড সহ বিভিন্ন এলাকায় যাত্রী পরিবহন করে। বিকাল আনুমানিক ৪টায় ইজিবাইকটি সিও অফিস বাসস্ট্যান্ড মোড়ে তালাবদ্ধ করে রেখে স্থানীয় হোটেলে নাস্তা করতে যায়। কিছুপর ফিরে এসে দেখে ইজিবাইকটি নেই। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে না পেয়ে ইজিবাইক মালিক স্বপন হাসানকে মোবাইলে জানায় কে বা কাহারা ইজিবাইকটি চুরি করে নিয়ে গেছে। যার মুল্যে ২ লাখ ৫ হাজার টাকা। এ বিষয়ে ওই দিন রাতেই স্বপন হাসান নিজেই বাদী হয়ে অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পুলিশ মামলা গ্রহণ করেই তদন্তকারী কর্মকর্তা এসআই হাফিজ ইজিবাইক উদ্ধার সহ চোরদের গ্রেপ্তারে অভিযানে নামেন। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ও গোপন সংবাদের ভিত্তিতে কাহালু উপজেলার ডেপুইল গ্রামের জাকির সরকারের ছেলে রাব্বি সরকার (২১) কে বাবলাতলা এলাকা থেকে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তি মোতাবেক উপজেলার ভেলুরচক গ্রামের মৃত আফসার ফকিরের ছেলে আলামিন ফকিরকে (২৬) কে দুপচাঁচিয়া জয়পুরপাড়া ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক বগুড়া সদর থানা এলাকার বানদীঘি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে পলাতক আসামি আব্দুল বাতেন এর বাড়ি থেকে চোরাই ইজিবাইকটি উদ্ধার করে। বিষিয়টি থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম নিশ্চিত করে জানান, আসামিদেরকে গতকাল মঙ্গলবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
ধামইরহাট পৌরসভার আয়োজনে জলবায়ু, কঠিন বর্জ্য ও পানি ব্যবস্থাপ