নওগাঁর আত্রাইয়ে কুরবানির চামড়া সংরক্ষণে লবণ বিতরণ করা হয়েছে।
বুধবার (৪ জুন) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ২৩ টি এতিমখানা ও মাদ্রাসার মাহতামিমের মাঝে চাহিদা মত লবণের বস্তা তুলে দেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান। এসময় প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন,উপজেলা ভূমি অফিসের হেড এসিস্ট্যান্ট কাম একাউটেন্ট আব্দুর রউফ উপস্থিত ছিলেন।
ইউএনও রাকিবুল হাসান মাহতামিমদের উদ্দেশ্যে বলেন, পবিত্র ঈদ-উল আযহায় কুরবানিকৃত রাষ্ট্রীয় সম্পদ “পশুর চামড়া” যথাযথভাবে সংরক্ষন করবেন। কেনোনা চামড়া সংরক্ষণ না করলে ক্রেতারা সিন্ডিকেটের মাধ্যমে এর যথাযথ মূল্য থেকে আপনাদের ঠকানো ছাড়াও চামড়া শিল্পের ধ্বংস বয়ে আনতে পারেন। আর চামড়া শিল্পের ধ্বংস মানে দেশের অর্থনীতিতে এর প্রভাব পড়বে। সঠিক নিয়মে কুরবানির পশুর চামড়া সংরক্ষণ করে দেশের সম্পদ রক্ষার আহবান জানান তিনি।
মন্তব্য করুন