এনামুল কবীর এনাম, (বদলগাছী) প্রতিনিধি
প্রকাশঃ 18-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

মিঠাপুর ইউপি নির্বাচন: চায়ের আড্ডায় ভেসে বেড়াচ্ছে ভবিষ্যৎ নেতৃত্বের নাম

ইউনিয়ন বাসী ভাবছেন আওয়ামী লীগের নেতাদের প্রভাব জুলুম অত্যাচার মহান বিচারক সৃষ্টি কর্তার কৃপায় সকল ছাত্র জনতার প্রচেষ্টায় অবশেষে পরিএান পেলেও। ফিরেনি মানবিকতার শান্তি শৃঙ্খলা। কমছে না ইউনিয়ন বাসীর সামাজিক অশান্তি সৃষ্টির দৌরাত্ম, চায়ের গ্লাসে আলোচনায় উঠে আসে আওয়ামী লীগ ঘরে বিএনপি মাঠে,জামাত দল গোছানোর কাজে,জাতীয় পাটি বিগত দিনেও চাপে, বর্তমানেও রসানলে।এই যদি হয় রাজনৈতি কালচার কবে পাবে দেশ জাতি ও সমাজ পাবে শান্তি। 
এলাকার স্বচেতন মহল জানান  ১৯৯০ সাল থেকে ৯৬ সালের পর থেকে স্হানীয় সরকার প্রতিষ্ঠান গুলোতে চলে দলীয় প্রভাববিস্তার। আমরা আশা করি আগামী  ইউনিয়ন পরিষদে দলীয় প্রভাব মুক্ত সামাজিক ও মানবিক সেবায় এগিয়ে নিবে সেই  মানবিকতার অভিভাবক আগামী দিনে প্রত্যাশা করি। 
আগামী দিনে বিএনপি, জামাত,সহ  আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীদের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা প্রতিয়মান সহ বিভিন্ন ভাবে জানা যায়। মিঠাপুর ইউনিয়ন 
 বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও মিঠাপুর সিনিয়র আলিম মাদ্রাসা বাংলা প্রভাষক বারংবার হজ পালনকারী আলহাজ্ব মীর মহিউদ্দিন আলমগীর। তিনি গত ২০১১ সালে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন,ইউনিয়ন বাসীর প্রত্যাশাপূর্ন কাজে সফলতা অর্জন করতে পারেনি বলে কতিপয় স্বচেতন মহল সুএে জানা গেছে। এর পর তিনি উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে প্রতিদুন্দীতায় হেরেছিলেন। তিনি আবারও আগামী দিনে মিঠাপুর ইউনিয়ন পরিষদের অভিভাবকের আলোচনায়।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন  বিগত দিনে চেয়ারম্যান নির্বাচিত হয়ে তত্ব্যাবধায়ক সরকার ফখর উদ্দিনের শাসনে দীর্ঘ ৯ বছর  অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করেছেন।সাধারণ মানুষ জানান বিচারক যেমনি হোক, তিনি সবার সঙ্গে মিলে মিশে কথা বলত,দলীয় প্রভাব থাকলেও তিনি ব্যাক্তি ধর্ম বিবেচনা করে চিন্তা করতেন। তার সহধর্মিণী শাম্মি আক্তার তিনি একজন সাগর পুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা, এবং মহিলা দল বিএনপির সভানেত্রী, তিনি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও ছিলেন। 
 উপজেলা সাবেক যুবদল সভাপতি এবং বর্তমান সদস্য   আঃ রাজ্জাক  গত ২০১৬ সালে বিএনপির বিদ্রহী পার্থী হিসেবে ঘোরা মার্কা নিয়ে মাঠে লড়েছেন,  ধানের শীষ মার্কা মনোনীত মহিউদ্দিন আলমগীর  চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে  প্রতিদুন্দী করেছিলেন।,এবং আওয়ামী লীগের রসানলে গত ২০২১ সালে বিএনপির মননিত চেয়ারম্যান প্রার্থী হিসেবে কঠোর ভুমিকায় নৌকার মাঝির সঙ্গে  প্রতিদুন্দী করেছিলেন  কিন্তু সফলতা সম্ভব হয়নি।  তিনি ও দলীয় মনোনয়ন পাওয়ার আশায় মাঠে রয়েছেন, আগামী দিনে এই ইউনিয়নের অভিভাবক হবেন আশাবাদী, মিঠাপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি সুজন হোসেন কাছে জানতে চাইলে তিনি বলেন,তিনি দুই দুই বার চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে থেকে সে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মর্মে আগামীদিনে  মিঠাপুর ইউনিয়ন যুবদল তাকে সার্বিক  সহযোগিতা করবে এবং পার্শে থেকে   কাজ করবেন। 
মিঠাপুর ওয়াডের  তিন তিন বারের মেম্বার এবং দুই নম্বর  প্যানেল চেয়ারম্যান হারুনুর রশীদ ও অভিভাবকের আলোচনা রয়েছে। তিনি গত ২০১১ সালে মেম্বার, ২০১৬ সালে মেম্বার, গত ২০২১ সালে জনগণের ব্যাপক সমর্থনে তিন বার মেম্বার নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি ইউনিয়ন পরিষদের ২ নং প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এবং বর্তমান চেয়ারম্যান ফিরোজ হোসেনের অবর্তমানে সকল সদস্যের সমন্বয়ে পরিষদের সার্বিক দায়িত্ব পালন করছেন জনগণের কল্যাণে। আগামী দিনে তিনিও সাধারণ মানুষের সমর্থনে সঠিক নির্বাচনে এই ইউনিয়নের অভিভাবকের প্রত্যাশায় কাজ করে চলেছেন।
অপরদিকে উপজেলা জামায়াতের সিদ্ধান্তের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে সাংগঠনিক কাজ করছেন আব্দুস সামাদ। তিনি বিগত দিনে ১৯৯৭ সাল,ও ২০০৩ সালে, দুই দুই বার চেয়ারম্যান পদে প্রতিদুন্দী করেছিলেন। বর্তমানে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের সমর্থনে ভালো রেজাল্ট নিয়ে অভিভাবের প্রত্যাশা পূর্ণ্য হতে পারে বলে আশাবাদী। 
বর্তমান চেয়ারম্যান ফিরোজ হোসেন বলেন, আমি দুই বার অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করেছি।দায়িত্ব পালন করতে গিয়ে  ভুল হতে পারে, কারন আমি মানুষ, আগামী নির্বাচন দলীয় নির্বাচিত সরকারের অধিনে, নির্বাচনের পরিবেশে সাধারণ মানুষের সমর্থন পেলে,  চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে থাকব।তিনি আরো বলেন জনগণ যাকে চাবে সেই এই ইউনিয়ন পরিষদের অভিভাবক হবে।
ইউনিয়ন বাসীর প্রত্যাশা আগামী দিনে এই ইউনিয়ন পরিষদ রাজনৈতিক প্রভাব মুক্ত পেশী শক্তির অবস্থান মুক্ত নির্বাচন হবে আশাবাদী। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদমদীঘিতে ট্যাপেন্টাডল সহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

1

এ বছর ৩ আগস্ট বিচার, সংস্কার, নতুন সংবিধান এবং দেশ পুনর্গঠনে

2

জয়পুরহাট-হিলি সীমান্ত দিয়ে এক ভারতীয় নাগরিককে পুশ-ইন করেছে ব

3

ইডেনে প্রবেশে ‘নিষেধাজ্ঞা’

4

আত্রাইয়ে কুরবানির চামড়া সংরক্ষণে লবণ বিতরণ

5

কালাইয়ে ১০০জন কৃষককে নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের প্র

6

কালাইয়ে নারী উদ্যোক্তাদের নিয়ে কর্মশালা

7

জয়পুরহাটে আলোচিত ছাত্রদল নেতা হত্যা: আরও ৩ জন গ্রেপ্তার

8

পাঁচবিবিতে একই দিনে ৫ বাড়ীতে দূর্ধষ চুরি

9

জয়পুরহাটে মেধা ও যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন ১৩ তরুণ-তরুণী

10

দুপচাঁচিয়ায় ২৩৪০ জন কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ

11

নওগাঁর তপোবন বালিকা উচ্চ বিদ্যালয়ে ভুয়া ভাউচারে প্রকল্পের টা

12

পোরশায় কৃষকদের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

13

সমস্যামুক্ত জীবনের চাবিকাঠি: মাত্র ৮টি সহজ কাজ

14

মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তিন শি

15

ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষ রোপন কর্মসুচি

16

আত্রাইয়ে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

17

শহীদ জিয়ার শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে কালাইয়ে শিক্ষার্থীদের হ

18

নওগাঁয় প্রশ্নপত্র ফাঁস, যে ব্যবস্থা নিবে বোর্ড

19

লাভের চেয়ে ক্ষতি করে যেই গাছ

20