জয়পুরহাট থেকে ঢাকাগামী বাসগুলোর অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার রাতে জয়পুরহাট-বগুড়া মহাসড়কে সেনা ক্যাম্পের সদস্যরা চেকপোস্ট বসিয়ে হানিফ, শ্যামলী, অরিন, আহাদ ও এসআর ট্রাভেলসের বাসগুলো তল্লাশি চালান।
অভিযানে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে বাস মালিকদের থেকে টাকা ফেরত নিয়ে প্রায় একশ যাত্রীকে মোট ২০ হাজার টাকা ফেরত দেন সেনা সদস্যরা।
জয়পুরহাট সেনা ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
অভিযানে নেতৃত্ব দেন ১১ পদাতিক ডিভিশনের জয়পুরহাট ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন মেরাজ হোসেন বসুনিয়া।
মন্তব্য করুন