জযপুরহাটের আক্কেলপুরে তরুণদের নিয়ে জুলাই শহীদদের স্মৃতিতে প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
শনিবার (২৭জুন) বেলা ১২টায় আক্কেলপুর উপজেলা ইসলামী ছাত্রশিবিরের উপজেলা শাখার উদ্যোগে মুজিবর রহমান আক্কেলপুরী কলেজ মাঠে এই ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
পুরো টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো: রায়হান।
উক্ত খেলায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি ও জামায়াত মনোনিত এমপি প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা শফিউল হাসান দিপু, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মোঃ জুয়েল হোসেন, সাহিত্য সম্পাদক মোরশেদুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি রিপন হোসেনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
প্রীতি এই ফুটবল ম্যাচ শেষে অংশগ্রহণকারী সোনামুখী ইউনিয়ন শাখার, আক্কেলপুর পৌর শাখার খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয় এবং সকল কে একটি করে গাছ উপহার প্রদান করা হয়।
মন্তব্য করুন