গত রোববার বড় নিলাহালী গ্রামের নাজমিন নাহার শাপলা (৩৩) নামের একগৃহবধূ যৌতুকের দাবিতে তাকে মারপিট করায় সে নিজেই বাদী হয়ে স্বামীসহ পাঁচ জনের বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন দমন আইনে দুপচাঁচিয়া থানায় একটি মামলা দায়ের করেন। নাজমিন নাহার শাপলা একই গ্রামের গোলাম মোস্তফার মেয়ে। মামলা গ্রহণের পর পুলিশ তার স্বামী একই গ্রামের আশলাফ আলীর ছেলে আমিনুর রহমানকে (৩৮) গ্রেপ্তার করেছে। অপর দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কুশ্বহর গ্রামের মৃত শফির উদ্দীনের ছেলে মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি সামছুল হক বকুল, গ্রেপ্তারি পরোয়ানামুলে বানিয়াদীঘি গ্রামের সাদেক আলী ফকিরের ছেলে সাদিকুল ইসলাম (২৬), বড়ধাপ গ্রামের আব্দুস সামাদের ছেলে মাসুদ রানা (২৯), উপজেলা সদরের সরদারপাড়ার মৃত মনছুর শেখের ছেলে আনারুল ইসলাম আনারকে গ্রেপ্তার করে। থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিদেরকে গতকাল সোমবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন