মাসের পর মাস বেতন না পেলেও পাঠদান বন্ধ নেই জয়পুরহাটের দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসাগুলোতে। সরকারি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অনুমোদন বিলম্বিত হওয়ায় মানবেতর জীবনযাপন করছেন এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা।
সম্প্রতি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে চারদফা দাবিতে স্মারকলিপি জমা দেন জেলা দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। দাবির মধ্যে রয়েছে— প্রকল্পের দ্বিতীয় পর্যায় দ্রুত অনুমোদন, জানুয়ারি ২০২৫ থেকে বকেয়া পাঁচ মাসের বেতন ও ঈদ বোনাস পরিশোধ, বিদ্যমান শিক্ষক-কর্মচারীদের নিয়োগ বহাল রাখা এবং ২০২০ সালের বকেয়া পরিশোধ।
জেলার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষকরা শিক্ষার আলো জ্বালিয়ে রাখলেও তাদের ন্যায্য পাওনা এখনো অনিশ্চিত। একদিকে দায়িত্ববোধ, অন্যদিকে জীবিকার টানাপোড়েন—এই দ্বন্দ্বে প্রতিদিন লড়াই চালিয়ে যাচ্ছেন তারা।
জেলা শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মাওলানা আব্দুল মান্নান ফারুকী বলেন, “আমরা শিক্ষক, তাই ক্লাস ফেলে রাখা সম্ভব নয়। কিন্তু পরিবারের মুখে হাসি ফোটানোর উপায়ও নেই।”
মন্তব্য করুন