গত মঙ্গলবার রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শ্রমিকদল নেতা আবু রায়হান রাহিম হত্যা মামলার আসামি পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুর রহমান মহলদার আমিন (৪৯) কে গ্রেপ্তার করেছে। থানা সূত্রে জানা গেছে, ঘটনার দিন গত মঙ্গলবার রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে উপজেলার মহলদার পাড়ায় বিশেষ অভিযান চালান। এসময় পৌরসভার ৪নং ওয়ার্ডের মহলদারপাড়ার মৃত ওসমান আলী মহলদারের ছেলে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুর রহমান মহলদার আমিনকে গ্রেপ্তার করে। সে গত বছরের ৪ আগস্ট রোববার বেলা ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সদরের চকসুখানগাড়ী গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে আবু রায়হান ওরফে রাহিম (২৯) হত্যা মামলার সন্দিহাল আসামি। পুলিশ গ্রেপ্তারকৃত আসামি আমিনুর রহমান মহলদার আমিনকে গতকাল বুধবার তাকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছেন।
মন্তব্য করুন