জয়পুরহাটে কালাই উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে কৃষিকে বাণিজ্যি করণের লক্ষ্যে শনিবার (২৪মে) সকল ১০টায় উপজেলা অডিটরিয়ামে শতাধিক কৃষকের উপস্থিতিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস এর আলোচনা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুণ চন্দ্র রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান ।
পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রশিক্ষণে শুরুর আগে শুভেচ্ছা বক্তব্যে বলেন কৃষি উদ্যোক্তা তৈরি,
কৃষি পণ্য টেকসই ভ্যালুচেইন সৃষ্টিসহ বিভিন্ন কৃষি বিষয়ক মূখ্য আলোচনা করেন পার্টনার প্রকল্প বগুড়া অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মাসুদ আহম্মেদ। এবং উপজেলা প্রায় ১০০জন কৃষক কৃষানী স্কুলের প্রতিনিধি এবং প্রায় শতাধিক কৃষককে নিয়ে এই কংগ্রেস উপজেলা ভিত্তিক প্রত্যেক ইউনিয়নের পার্টনারশিপ ফিল্ড স্কুল গড়ে সমবায় সমিতি গঠন করতে হবে।
তিনি আরও বলেন, এই সমিতির মাধ্যমে কৃষক সেবা কেন্দ্র গঠন করে রপ্তানি যোগ্য শাকসবজি উৎপাদন, উচ্চ ফলনশীল ধানের আবাদ, ডাল-তেল উৎপাদন, আধুনিক শেষ পদ্ধতির প্রচলন, কৃষকের স্মার্ট কার্ড প্রদান, নিরাপদ উন্নত জাতের বীজ প্রদান, কর্মজীবী মহিলাদের মূল্যায়ন, কৃষি পণ্যের বিকল্প দ্রব্য উৎপাদন ও ব্যবসা, তথ্য আদান-প্রদান এবং কৃষদেরকে সংগঠন গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মেহেদী হাসান,।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, মৎস্য কর্মকর্তা তৌহিদা মুহতামিম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মুনিরুজ্জামান, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ অফিসার জান্নাতুস সাকিব।সহ প্রমুখ।
মন্তব্য করুন