জয়পুরহাটের কালাইয়ে তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধনে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদের মিলনায়তনে জাতীয় মহিলা সংস্থা কালাই উপজেলা কেন্দ্রের তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুণ চন্দ্র রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মহতামিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান বলেন,‘এখন আর নারীদের বসে থাকার সময় নেই। যে কোনো উন্নয়নমূলক প্রশিক্ষণ গ্রহণ করে একজন নারী নিজ পায়ে দাঁড়াতে পারছেন। তাঁরা অর্থনৈতিকভাবে নিজে স্বাবলম্বী হয়ে পরিবার ও দেশের কাজে অগ্রণী ভূমিকা রাখছেন।
পরিবারের খোঁজ খবর ও সন্তানরা সঠিক ভাবে লেখাপড়া করছে কিনা তা দেখভাল করার বিষয়েও গুরুত্বারোপন করেন তিনি।’
পরে দিনব্যাপি বিভিন্ন ট্রেডের প্রশিক্ষনে অংশগ্রহন করা ২০০ জন নারীর মধ্যে ১০জন নারীকে বিভিন্ন ক্যাটাগরিতে ক্রেস্ট বিতরণ করা হয় । এ সময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নারী উদ্যেক্তা প্রশিক্ষণ কর্মকর্তা সাজিয়া আফরীন।
মন্তব্য করুন