Nekre News
প্রকাশঃ 21-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

জয়পুরহাট পৌরসভার দোকান/ অস্বাভাবিক ভাড়া বৃদ্ধি, প্রতিবাদে দোকান শাটডাউন করে অবস্থান কর্মসূচী


জয়পুরহাট পৌরসভা নিয়ন্ত্রাধীন মার্কেটগুলোর দোকান ভাড়া অস্বাভাবিকভাবে বৃদ্ধি করার প্রতিবাদে কমপ্লিট শাটডাউন করে অবস্থান কর্মসূচী পালন করেছে ব্যবসায়ীরা। একই সাথে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন।


রোববার (২০ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কমপ্লিট শাটডাউন ও অবস্থান কর্মসূচী করা হয়। দোকান ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ব্যবসায়ীরা সকাল ১০টার দিকে শহরের শহীদ ডা: আবুল কাশেম ময়দানে অবস্থান নেন। সেখান থেকে তারা জেলা প্রশাসক চত্ত্বরে গিয়ে অবস্থান নেন এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।


জয়পুরহাট পৌরসভা নিয়ন্ত্রাধীন সকল মার্কেট ব্যবসায়ী ঐক্য পরিষদের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র’র নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে পৌরসভা নিয়ন্ত্রিত মার্কেটগুলোর দোকান মালিক ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।


এসময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট পৌরসভা নিয়ন্ত্রাধীন সকল মার্কেট ব্যবসায়ী ঐক্য পরিষদের উপদেষ্টা শাহাজান আলী, যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ বাবু, ওবায়দুর রহমান, সদস্য কবির হোসেন, আব্দুল বাতেন, আতাউর রহমান, সাইদুর রহমান, মিজানুর রহমান প্রমুখ।


ব্যবসায়ী নেতারা বলেন, দেশের রাজনৈতিক অস্থিরতায় ক্ষুদ্র ব্যবসার মুনাফা হ্রাস পেয়েছে। এছাড়া উর্দ্ধমুখী দ্রব্য মূল্যের বাজারে দোকানে কর্মচারীদের বেতনভাতাদি বাড়ানো হয়েছে। এমন অবস্থায় পৌরসভা কর্তৃপক্ষ সমন্বয় না করে দোকান ভাড়া অস্বাভাবিকভাবে বাড়িয়েছেন। তারা এলাকা ভিত্তিক প্রতিটি দোকনের প্রতি বর্গফিট ৪ টাকা থেকে  বাড়িয়ে ৩৫ টাকা পর্যন্ত করেছেন। এই ভাড়া বাড়ানো ব্যবসায়ীদের ওপর অমানবিক চাপ সৃষ্টি করেছে। তারা অবিলম্বে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জয়পুরহাট পৌর মার্কেট নিচ তলার ভাড়া প্রতি বর্গফিট ৫ টাকা থেকে বাড়িয়ে ২৫ টাকা করা হয়েছে। একই মার্কেটের দ্বিতীয় তলায় ৪ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা করা হয়েছে। পূর্ব বাজার মার্কেটের নিচ তলা ৫ টাকা থেকে ৩৫ টাকা, খোলা সেড ৫ দশমিক ৭১ টাকা থেকে ২৮ টাকা, একই মার্কেটের দ্বিতীয় তলা ৪ টাকা থেকে ২৫ টাকা, মাছুয়া বাজার আড়তের ভাড়া ৫ টাকা থেকে ৩০ টাকা, একই বাজারের খোলা সেড ৬ দশমিক ৩৫ টাকা থেকে ২৫ টাকা এবং নতুনহাট মার্কেটের প্রতিবর্গফিটের ভাড়া ৫ দশমিক ৭১ টাকা থেকে ২৮ টাকা বাড়িয়েছে পৌরসভা কর্তৃপক্ষ।


এইভাড়া বৃদ্ধি অস্বাভাবিক হয়েছে বলে প্রস্তাবিত ভাড়ার হিসেব হিয়েছেন ব্যবসায়ী নেতারা। তাদের দাবি, জয়পুরহাট পৌর মার্কেট নিচ তলার ভাড়া প্রতি বর্গফিট ৫ টাকা থেকে বাড়িয়ে ৮ টাকা, একই মার্কেটের দ্বিতীয় তলায় ৪ টাকা থেকে বাড়িয়ে ৭ টাকা, পূর্ব বাজার মার্কেটের নিচ তলা ৫ টাকা থেকে ৮ টাকা, খোলা সেড ৫ দশমিক ৭১ টাকা থেকে ৮ দশমিক ৭১ টাকা, একই মার্কেটের দ্বিতীয় তলা ৪ টাকা থেকে ৭ টাকা, মাছুয়া বাজার আড়তের ভাড়া ৫ টাকা থেকে ৮ টাকা, একই বাজারের খোলা সেড ও মুরগি পট্টি ৬ দশমিক ৩৫ টাকা থেকে ৯ দশমিক ৩৫ টাকা এবং নতুনহাট মার্কেটের ছোট দোকান প্রতি বর্গফিটের ভাড়া ৬ দশমিক ৬ টাকা থেকে ৯ দশমিক ৬ টাকা করা, একই মার্কেটের টিনসেড ৬ টাকা থেকে ৯ টাকা এবং বাসস্ট্যান্ড দোকানসমূহ ৫ টাকা থেকে ৮ টাকা বাড়ানো হোক।


এ ব্যাপারে জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী বলেন, ‘ব্যবসায়ীরা একটি স্মারকলিপি দিয়েছেন। ভাড়া বৃদ্ধির বিষয়টি যে কমিটির মাধ্যমে হয়েছে সেটি দেখবো। আইন মোতাবেক যদি সঠিক না থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে। আর যদি সঠিক থাকে তাহলে সঠিক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাঃ প্রবীর চৌধুরীর শেল্টারে কম্পাউন্ডার সজীবের অপারেশন! ভুল

1

এল ক্লাসিকোর আগে দুঃসংবাদ পেল রিয়াল

2

টাঙ্গাইলে গরু ডাকাতির ঘটনায় জয়পুরহাটে এক আসামি গ্রেপ্তার

3

আত্রাইয়ে সেভেন স্টার হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় শিশু মৃত্য

4

নওগাঁয় অনূর্ধ্ব-১৫ বালকদের ফুটবল প্রশিক্ষণ শুরু

5

জাতীয় স্বার্থে ঐক্যের ডাক জামায়াতের আমিরের

6

মাদকের চেয়েও ভয়াবহ মোবাইল আসক্তি........জেলা প্রশাসক

7

নওগাঁর এক কলেজে দুই অধ্যক্ষ, চেয়ারে বসা নিয়ে টানাহেঁচড়া

8

পোরশায় জমি নিতে বাবা- মাকে মেরে আহত করলেন মসজিদের ঈমাম ছেলে

9

কালাইয়ে ডাকাতির মামলার আসামী ডিবি পুলিশের হাতে গ্রেফতার

10

বগুড়ায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ২ কোটি ৮৫ লক্ষ ট

11

সেই লুটপাট, দখলদারি, চাঁদাবাজি, মাফিয়াদের রাজনীতি এখনো চলছে:

12

আক্কেলপুরে কলেজ শাখা ছাত্রদলের কমিটি প্রকাশের পর থেকেই মতবির

13

বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে সাবেক এমপি গোলাম মোস্তফার লিফলেট

14

পোরষায় বেপরোয়া ট্রাক্টরের বলি: একসাথে হারিয়ে গেল দুটি প্রাণ

15

টেলিটক নাম্বার দেখার উপায়

16

সান্তাহারে শর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুর

17

তত্ত্বাবধায়ক প্রকৌশলী কিনেছেন অস্ট্রেলিয়ায় বাড়ি ও বিদেশী পাস

18

দুপচাঁচিয়া প্রেসক্লাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী

19

পোরশায় তেঁতুলিয়া ও ছাওড় ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

20