জয়পুরহাট থেকে ঢাকাগামী বিভিন্ন বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সেনাবাহিনীর সদস্যরা বুধবার রাতে অভিযান চালিয়েছেন। জয়পুরহাট-বগুড়া সড়কে জেলার ক্ষেতলাল ও কালাই উপজেলায় স্থাপিত পৃথক চেকপোস্টে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আলম এন্টারপ্রাইজ, সেলফি এন্টারপ্রাইজ, এসআর প্লাস, শাহ ফতেহ আলী পরিবহন, মেঘা এন্টারপ্রাইজ, নাদের এন্টারপ্রাইজ, হানিফ এন্টারপ্রাইজ এবং আহাদ এন্টারপ্রাইজ—এই আটটি বাস কোম্পানির বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া যায়।
সেনা সদস্যরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে যাত্রীদের কাছ থেকে আদায়কৃত ৫৮,৫০০ টাকা উদ্ধার করেন এবং তা ১৮২ জন যাত্রীর মধ্যে সমানভাবে ফেরত প্রদান করা হয়।
জয়পুরহাট সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন তৌফিক-ই-এলাহী বলেন, "যাত্রীদের স্বার্থ রক্ষায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।”
এই অভিযানে সেনাবাহিনীর তৎপরতা এবং ভোক্তা অধিকার সুরক্ষার জন্য স্থানীয়রা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মন্তব্য করুন