গতকাল বৃহস্পতিবার সকালে দুপচাঁচিয়া উপজেলায় ২৩৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস চত্বরে আনুষ্ঠানিক ভাবে এই বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্রুখ খান। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাজেদুল আলম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সালমা আক্তার সহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২০২৪-২৫ অর্থবছরে রোপা আমন, গ্রীষ্মকালীন পেঁয়াজ, পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন, হাইব্রিড মরিচ উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রনোদনা কর্মসূচির আওতায় ২৩৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে জনপ্রতি ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ড্যাপ ও ১০ কেজি পটাশ রাসায়নিক সার বিতরণ করা হয়। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৭শ জন শিক্ষার্থীদের মাঝে ১টি করে নিম, জাম, কাঁঠাল, বেল গাছের চারা বিতরণ করা হয়।
মন্তব্য করুন