স্টাফ রিপোর্টার
প্রকাশঃ 1-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

আক্কেলপুরে কলেজ শাখা ছাত্রদলের কমিটি প্রকাশের পর থেকেই মতবিরোধ, ককটেল সাদৃশ্য বস্তু বিস্ফোরণ

জয়পুরহাটের আক্কেলপুরে সরকারি মুজিবর রহমান আক্কেলপুরী কলেজে সম্প্রতি গঠিত কলেজ শাখা ছাত্রদলের আংশিক কমিটি প্রকাশের পর থেকেই পদবঞ্চিতদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এ নিয়ে পকেট কমিটির গঠন করা হয়েছে এমন অভিযোগে বিভিন্ন কর্মসূচিও পালন করেন পদবঞ্চিতরা। রবিবার দুপুরে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আরও কয়েকজন কলেজে কর্মসূচি পালন করতে আসলে বাধা দেন সভাপতি পদপ্রার্থী নাদিম হোসেন ও তার সমর্থকরা। এ সময় একটি ককটেল সাদৃশ্য বস্তু বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে থানা পুলিশ সেটিকে কালো টেপ মোড়ানো পটকা বলে দাবী করেন। জানা গেছে, গত ২২ মে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক ঢাকা থেকে ছাত্রদলের একটি টীম জয়পুরহাটে এসে রিফাতকে সভাপতি ও রিফাত হোসেনকে সাধারণ সম্পাদক করে সরকারি মুজিবর রহমান আক্কেলপুরী কলেজ শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করে। সেই কমিটিতে সভাপতি পদপ্রার্থী ছিলেন নাদিম হোসেন ও সাজু এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন রিফাত, নির্জর রহমান ছোটন ও রিফাত হোসেন। তবে সভাপতি পদপ্রার্থীদের পদ না দিয়ে সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের মধ্যে থেকে সভাপতি পদে মনোনীত করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই আংশিক কমিটিকে পকেট কমিটি অ্যাখ্যা দিয়ে গত কয়েকদিন আগে ওই কলেজে প্রতিবাদ মিছিল করে সভাপতি
পদপ্রার্থী ও তাদের সমর্থকরা। আজ রবিবার দুপুরে নব গঠিত ওই কমিটির সভাপতি ও সম্পাদকসহ তাদের অনুসারীরা অধ্যক্ষের সাথে ফুল নিয়ে সাক্ষাৎ করতে আসলে তাদের বাধা দেন নাদিম হোসেন ও তার সমর্থকরা। এতে কলেজে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এ সময় অধ্যক্ষের কার্যালয়ের সামনে কালো স্কচ টেপ মোড়ানো ককটলে সাদৃশ্য বস্তু বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে থানা পুলিশ মোতায়েন হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সভাপতি পদ বঞ্চিত নাদিম হোসেন বলেন, আমি কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী ছিলাম। প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কমিটি গঠন করার কথা ছিল। কিন্তু নির্বাচন না দিয়ে জয়পুরহাটে বসে অর্থের বিনিময়ে সম্পাদক প্রার্থীকে সভাপতি বানিয়েছে। প্রার্থী না হয়েও সে কিভাবে সভাপতি হয়, আমরা ওই কমিটি মানি না। কমিটি বাতিল করে নতুন করে নির্বাচনী কমিটি চাই । নব গঠিত কমিটির সভাপতি রিফাত বলেন, কমিটি গঠনের জন্য ছাত্রদলের কেন্দ্র থেকে একটি টীম এসে কলেজ ছাত্রদলের কমিটি গঠন করে দেয়। আজ আমরা
কলেজের অধ্যক্ষের সাথে ফুল নিয়ে স্বাক্ষাৎ করতে এসেছিলাম। এসময় তারা আমাদের মারধর করার জন্য বাইরে অবস্থান করছিল। পরে পুলিশ আসলে আমরা চলে যাই।
ওই কমিটির বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক ঢাকা থেকে একটি টীম জয়পুরহাটে এসে সরকারি
মুজিবর রহমান আক্কেলপুরী কলেজ শাখার আংশিক কমিটি গঠন করেন। সেখানে সভাপতি প্রার্থী নাদিম হোসেনের ছাত্রলীগের সাথে তোলা একটি ছবি প্রকাশ পায়। এ কারণে সে সভাপতি হতে পারেননি। সরকারি মুজিবর রহমান আক্কেলপুরী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাহবুবুর রহমান সরকার বলেন, ছাত্রদলের নতুন কমিটির সদস্যরা আমার সাথে পরিচিত হবার জন্য কলেজে আসে। এসময় আরেক পক্ষ বাইরে অবস্থান নেওয়াই উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। তবে বিস্ফোরণের কোন শব্দ আমার কানে আসেনি। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, কলেজে ছাত্রদলের কমিটি নিয়ে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। সেখানে কালো স্কচ টেপ মোড়ানো একটি ফটকা ফুটানো হয়েছে। সেটা ককটেল মনে হচ্ছে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ২ কোটি ২৫ লক্ষ ট

1

নিরাপত্তা ঝুঁকিতে দেশ, বেনামী পাসপোর্টে বিদেশ যাত্রা !!

2

তাপপ্রবাহ আজ থেকে কমে আসতে পারে

3

নীরব দূরত্ব: কেন বাড়ছে সাইলেন্ট ডিভোর্সের প্রবণতা?

4

নিরাপত্তা ঝুঁকিতে দেশ, বেনামী পাসপোর্টে বিদেশ যাত্রা !

5

দুপচাঁচিয়ায় চোরাই ইজিবাইক উদ্ধার : গ্রেপ্তার ২

6

স্বাক্ষ্য দেওয়ার শাস্তি! বিএনপি কর্মীদের হামলায় ইউপি সদস্যের

7

এ বছর ৩ আগস্ট বিচার, সংস্কার, নতুন সংবিধান এবং দেশ পুনর্গঠনে

8

রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক সম্ভাবনার সন্ধিক্ষণে বাংলাদ

9

বিএনপি-জামাতের তকমা দিয়ে উন্নয়ন বঞ্চিত বড়মানিকা উচ্চ বিদ্য

10

খুলনায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমার ২কোটি ১২ লক্ষ টাকার

11

ধামইরহাট থানা হেফাজতে থাকা এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির

12

সাবেক হুইপ স্বপন, তার স্ত্রীর নামে মামলা করলেন দুদক

13

ডাঃ প্রবীর চৌধুরীর শেল্টারে কম্পাউন্ডার সজীবের অপারেশন! ভুল

14

নুরনগর ইউনাইটেড ডিগ্রি কলেজের সঙ্গে সোনালী ব্যাংকের ডিজিটাল

15

পাঁচবিবিতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

16

কালাইয়ে ডাকাতির মামলার আসামী ডিবি পুলিশের হাতে গ্রেফতার

17

জলাবদ্ধতা নিরসন ও স্যানিটেশন নিশ্চিতে ড্রেন নির্মাণ

18

নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

19

নওগাঁয় ডাকাত দলের ৩ সদস্যসহ ৮ জন গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত ম

20