জয়পুরহাট সদর উপজেলার ধারকি মণ্ডলপাড়া এলাকায় তালগাছ থেকে পড়ে ফরিদুল ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) দুপুর ১২টায় জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে এদিন সকাল সাড়ে ৭টার দিকে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা
নিহত যুবকের ফরিদুল ইসলাম সদর উপজেলার ধারকি গ্রামের আকন্দপাড়ার আলাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকাল ৭টার পর স্থানীয় একজন লোক কবরস্থানের পাশ দিয়ে মাঠে যাওয়ার সময় একজনের মরদেহ দেখতে পান। এরপর আরও লোকজন সেখানে জড়ো হন। মরদেহটি ফরিদুলের বলে শনাক্ত করার পরে পুলিশকে খবর দেওয়া হয়। ওই মরদেহের পাশে একটি তালগাছ থাকায় অনেকের ধারণা, ওই যুবক তালগাছে ওঠেছিলেন। গাছ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু ঘটেছে।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিক বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। ফরিদুল ইসলাম বাজারে তাল বিক্রি করেন। সেজন্য আজ সকাল ৭টার পর একটি তালগাছে ওঠেন। অসাবধানতাবশত তিনি ওই গাছ থেকে মাটিতে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় পরিবারের কোন অভিযোগ নেই।
মন্তব্য করুন