রিফাত হোসাইন সবুজ, নওগাঁ প্রতিনিধি
প্রকাশঃ 21-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

নওগাঁয় দিনব্যাপী আম মেলা ও উদ্যোক্তা সম্মেলন

নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ বলেছেন- জীবনে বড় ও সফল হওয়ার জন্য পজেটিভিটির কোন বিকল্প নেই। জীবনে অন্তত ৫টা বছর ৯টা-৫টা ভুলে যেতে হবে। 

নওগাঁয় রাজশাহী বিভাগীয় চতুর্থ আম মেলা ও উদ্যোক্তা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

শুক্রবার দিনব্যাপী নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন রাজশাহীয় টিম এর আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে মেলার স্টলগুলো ঘরে দেখেন প্রধান অতিথি।

উদ্যোক্তাদের সম্ভবনা নিয়ে ইকবাল বাহার জাহিদ বলেন- আমরা অনেক কিছু হতে চাই এবং করতে চাই। কিন্তু পারিনা। উদ্যোক্ত হওয়া যে সাহস তা আমরা অর্জন করতে পেরেছি। সেই সাহস আমরা করছি। গত সাড়ে ৭ বছর থেকে আমি কাজ করছি। মানুষ স্বপ্ন দেখে সাহস করে। সাহস তৈরি হয় প্রশিক্ষণ ও অভিজ্ঞতা থেকে। সমস্যা থেকে তৈরি সম্ভাবনা ও আইডিয়া তৈরি হয়। অনলাইন হাট তৈরি করেছি। আমরা এখন ঘরে বসে খাবার অর্ডার করতে পারছি। যেখান মাসে অন্তত কোটি টাকার সেল (বিক্রি) হয়।

আমের জন্য প্রসিদ্ধ নওগাঁর আম রপ্তানির বিষয়ে ইকবাল বাহার জাহিদ বলেন- আম রপ্তানি নিয়ে  সোর্সগুলো (তথ্য) ঠিক করছি। বিশেষ করে চায়নাতে আম রপ্তানির জন্য আমরা কথা বলছি। তবে রপ্তানির ক্ষেত্রে আমের গুনগত মান ঠিক রাখতে হবে। এবিষয়টি আমাদের নিজেদের করতে হবে।

সদর ‍উপজেলার দুইটি অডিটোরিয়ামে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। একটিতে আম মেলা এবং অপরটিতে উদ্যোক্তা সম্মেলন। আম মেলায় রাজশাহী বিভাগের ৮টি জেলা থেকে উদ্যেক্তারা এসেছিলেন। যেখানে ৪০ টি স্টলে আমের পাশাপাশি উদ্যোক্তারা নিজেদের উৎপাদিত পন্য নিয়ে পসরা সাজিয়েছিলেন। বিশেষ করে আম্রপালি, হাড়িভাঙা, নাকফজলি ও ব্যানানা ম্যাংগোসহ বিভিন্ন পদের আম এবং আম থেকে জ্যাম-জেলি, আচার ও গুড়, বিভিন্ন মিষ্টান্ন, মধু, ঘি, ঢেঁকি ছাটা চাল ও চিড়া, লাচ্ছা, সন্দেশ। উদ্যোক্তা ও দর্শনার্থীদের আগমনে মেলা প্রাঙ্গন মুখরিত হয়ে উঠেছিল।

উদ্যোক্তা রায়হান হোসেন বলেন- মৌসুমে আম বিক্রির পাশাপাশি আম থেকে আচার ও গুড় তৈরি করা হয়। অনলাইন এবং অফলাইনে বিক্রি করা হয়। তবে মেলায় আসার উদ্যেশ হচ্ছে পণ্যের প্রচার ও প্রসার করা। ক্রেতাদের মাঝে বেশ ভাল সাড়া পাচ্ছি।

নাটোর জেলা থেকে আসা উদ্যোক্তা মুফতি মোঃ ইমরান হুসাইন বলেন- গত কয়েক বছর থেকে মধু নিয়ে কাজ করছি। মৌসুমে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করা হয়। যা ক্রেতাদের কাছে বিক্রি করা হয়। এছাড়া কালোজিরার তৈল ও জয়তুন পাওয়া যায় আমাদের কাছে। এ মেলায় বিক্রি কম হয়েছে তবে পন্যের প্রচারের জন্যই আসা।

উল্লেখ্য- ‘চাকরি করবো না, চাকরি দিবো’ এই স্লোগান নিয়ে ২০১৮ সালের ১ জানুয়ারি দেশের ৬৪ জেলার ১৬৪ জনকে উদ্যোক্তা নিয়ে যাত্রা শুরু হয়। বর্তমানে যার সদস্য সংখ্যা প্রায় ১৫ লাখ। যেখানে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অনেকের কর্মসংস্থান হয়েছে।


উদ্যোক্তা সম্মেলনে নওগাঁ বিসিকের উপ-ব্যবস্থাপক শামিম আক্তার মামুন, জেলা প্রেসক্লাবে সভাপতি রায়হান আলম, উদ্যোক্তা মাকসুদুর রায়হান জেড সহ অন্যরা বক্তব্য রাখেন।




মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই লুটপাট, দখলদারি, চাঁদাবাজি, মাফিয়াদের রাজনীতি এখনো চলছে:

1

নওগাঁয় ডাকাত দলের ৩ সদস্যসহ ৮ জন গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত ম

2

জয়পুরহাটে ঢাকাগামী বাসে সেনা অভিযান, অতিরিক্ত ভাড়া ফেরত পেলে

3

সমস্যামুক্ত জীবনের চাবিকাঠি: মাত্র ৮টি সহজ কাজ

4

গল্প তবু ঈদ আসে

5

ঈদ উল আযহা আত্মত্যাগ ও সহমর্মিতার বার্তা: শাহিনুর রহমান হামি

6

পোরশায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

7

বগুড়ায় বালু উত্তোলন নিয়ে উত্তেজনা, সংঘর্ষে আহত চারজন

8

সান্তাহারে দুই স্টারসহ তিন খাবার হোটেলে ৭০ হাজার টাকা জরিমান

9

পোরশায় জমি নিতে বাবা- মাকে মেরে আহত করলেন মসজিদের ঈমাম ছেলে

10

জয়পুরহাটে চেয়ারম্যান শুন্য ২২ ইউপি, ফিরতে চান আওয়ামী লীগপন্থ

11

নওগাঁয় ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মান্দা

12

কালাইয়ে জেলা বিএনপি’র সেকাল-একাল নামক বইয়ের মোড়ক উম্মোচন

13

কালাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

14

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে শতভাগ পাশ, সবাই জিপিএ-৫

15

নীরব দূরত্ব: কেন বাড়ছে সাইলেন্ট ডিভোর্সের প্রবণতা?

16

পুষ্প কেতন পত্রিকার লগো উন্মোচন ও পুষ্প কেতন সাহিত্য সংঘের ক

17

লন্ডনে বসছেন মুহাম্মদ ইউনূস–তারেক রহমান, নেপথ্যে আছে খালেদা

18

লাভের চেয়ে ক্ষতি করে যেই গাছ

19

শহীদ জিয়ার শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে কালাইয়ে শিক্ষার্থীদের হ

20