ফলাফলের দিকে তাকালে সন্তুষ্টির জায়গা থাকারই কথা। কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে এমন জয় তো প্রত্যাশিতই ছিল। এশিয়া কাপের সপ্তাহখানেক আগের এই ম্যাচে ‘ভালোর’ জায়গা খুঁজলে বরং এই সিরিজে চোখ থাকা উচিত ব্যক্তিগত পারফরম্যান্সে। আলোচনা হওয়া উচিত ক্রিকেটাররা তাঁদের ভূমিকা কতটা পালন করতে পারছেন, তা নিয়ে। তাতে কালও ‘পাস মার্ক’ই পেয়েছেন তাঁরা।
মন্তব্য করুন