Nekre News
প্রকাশঃ 23-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

আক্কেলপুরে আলুর কেজি দশ টাকা, কৃষকের মাথায় হাত

নিজস্ব প্রতিনিধি:
 
কৃষি বিভাগের খাতা কলমের হিসেবে জয়পুরহাটের আক্কেলপুরে এবারো প্রায় ৭শ হেক্টর বেশি জমিতে বেড়েছে আলু চাষের পরিধি। আবহাওয়া অনুকুলে থাকায় ফলনও হয়েছে বাম্পার। পাইকারি হাট বাজারে বেড়েছে সরবরাহ। তবে ক্রেতার অভাবে আলুর বাজারে ঘটেছে দর পতন। অপর দিকে হিমাগারে সিন্ডিকেটের কারণে আলুর সংরক্ষণে স্লিপ পাচ্ছেন না চাষীরা। পচনশীল ফসল হওয়াই বাড়িতে না রেখে বাজারে নিয়ে এসেও উপযুক্ত দাম পাচ্ছেন না  চাষীরা এতে করে বাজারজাত করতে হারাচ্ছে আগ্রহ।
গত কয়েক সপ্তাহ জুড়ে আক্কেলপুর খুচরা বাজারে পাকড়ি (লাল) আলুর দাম কেজি প্রতি ১৫ টাকায় নিচে নেমে এসেছে। পাইকারি হাটে আলু আরও কমে প্রতিমন ৪ ‘শ টাকায় নেমে এসেছে। অন্যদিকে ডায়মন্ড জাতের হল্যান্ড আলু ও গ্রানুলা সাদা জাতের আলুর বিক্রি হচ্ছে প্রতিমন ৩ টাকায়। কৃষদের দাবি ব্যবসায়ীরা কারসাজি করে আলুর বীজে অধিক মূল্য লাভ করায় কৃষকরা বেশি দামে কিনেছিলেন বীজ আলু। বীজ আলু একশ টাকায় কিনে তা উৎপাদন করে প্রতিকেজি আলু ১০টাকায় বিক্রি করতে হচ্ছে। এতে লাভ তো দূরের কথা উৎপাদন খরচ উঠা হিমসিম হয়ে পড়েছে আলু চাষীদের।
 
আক্কেলপুর কলেজ বাজার, তিলকপুর, গোপীনাথপুর জামালগঞ্জ ও রায়কালী ইউনিয়নে পাইকারী আলুর বাজার ঘুরে দেখা গেছে, সব জায়গায় আলুর স্তুপ, নেই ব্যাপারীদের হাঁক ডাক, নেই তাদেরও কেনার উৎসাহ উদ্দীপনা। ফলে উৎপাদক চাষী বা আড়তদাররা মাথায় হাত দিয়ে অপেক্ষায় আছে পাইকারদের হাঁক ডাকের।
 
পরিবেশ ও মাটির কারণে উত্তরের অন্যান্য জেলার চেয়ে জয়পুরহাট জেলায় আলুর ফলন বেশি হয়। আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী গ্রামের আলু চাষী জাইদুল ইসলাম বলেন, গত বছর আলুর বাজার ভালো ছিল। তাই এবার আলু চাষির সংখ্যা ও জমির পরিমাণ বেড়ে যায়। তিনি জানান, এক বিঘা জমিতে আলু চাষ করতে ৩০ হাজার টাকা খরচ হয়েছে। সেখানে আলু বিক্রি হচ্ছে বিঘা প্রতি ১৫থেকে ১৬ হাজার টাকায়। আলুর বাজার প্রতি মন ১২শ থেকে ১৩শ টাকা থাকলে কিছুটা লাভ হতো।
 
জালালপুর গ্রামের আলু চাষী মোঃ সাজাহান আলী বলেন, একশত টাকা কেজিতে বীজ আলু কিনে আজ বাজারে এসে ক্রেতারা আলুর দাম করছে মাত্র ১০ টাকা কেজি। এতে উৎপাদনের খরচ উঠবে না । এবার আলু চাষে লাভের চেয়ে খরচের ভাগই বেশি।
বদলগাছী উপজেলার ঝালঘড়িয়া গ্রামের আলু চাষী পাপ্পু মন্ডল আক্ষেপ করে বলেন, এই দামে আলু বিক্রি করলে বউ-ছল (স্ত্রী-সন্তান)ও থাকবে না। বাজারে আলু নিয়ে আসলে ২শ থেকে ৩শ টাকা প্রতি মনে বিক্রি করতে হচ্ছে।
 
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী এবার চলতি মৌসুমে এ উপজেলায় ৬হাজার ৬হেক্টর জমিতে আলু চাষ হয়েছে।
 
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ইমরান হোসেন জানান, আক্কেলপুরে চলতি মৌসুমে লক্ষমাত্রার চেয়ে প্রায় ৭শ হেক্টর জমিতে বেশি আলু চাষ হয়েছে। ফলনও হয়েছে বাম্পার। উৎপাদন বেশি হওযায় বাজারে আলুর দাম কমেছে।
 
জেলা কৃষি বিপণন কর্মকর্তা কৃষিবিদ মোঃ মেহেদী হাসান বলেন, আলু পচনশীল ফসল। সরাকরি ভাবে আলু স্টোরেজ রাখার ব্যবস্থা নেয়। আক্কেলপুরে তিনটি বেসরকারি হিমাগার রয়েছে । সকল কৃষক একযোগে আলু চাষ না করে বিকল্প সরিষা চাষ করলে কিছুটা লাভবান হতেন। অথবা রপ্তানী যোগ্য উন্নত জাতের আলু চাষও করতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপচাঁচিয়ায় ২৩৪০ জন কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ

1

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী ও সন্তানকে অস্বীকারের অভিযোগ, স্

2

কালাইয়ে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী মৃৎশিল্প

3

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ বিভাজনে জামায়াত বিশ্বাসী নয়

4

পোপের প্রয়াণে বিতর্ক? শোকবার্তা দিয়ে পিছিয়ে এল ইসরায়েল

5

দুপচাঁচিয়ায় পার্টনার কংগ্রেস প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষন

6

ডাঃ প্রবীর চৌধুরীর শেল্টারে কম্পাউন্ডার সজীবের অপারেশন! ভুল

7

জয়পুরহাটে পর্নোগ্রাফি মামলায় আওয়ামী লীগ নেতার ছেলে গ্রেফতা

8

কালাইয়ে সবুজ ধানের পাতায় দুলছে কৃষকের স্বপ্ন

9

পাঁচবিবিতে ডিবি পরিচয়ে তল্লাশীর নামে অর্থ হাতিয়ে নেয়া সেই প্

10

নওগাঁয় পরিত্যক্ত ৮৪ প্যাকেট মাংসের প্যাকেট উদ্ধার

11

আক্কেলপুরে ১৭ বছর পর প্রকাশ্যে সদস্য সংগ্রহে জামায়াত

12

আদমদীঘিতে পদদলিত করে ১৫ দিন বয়সী এক হাজার মুরগীর বাচ্চা মেরে

13

জলাবদ্ধতা নিরসন ও স্যানিটেশন নিশ্চিতে ড্রেন নির্মাণ

14

এপ্রিল পেরুলেই সংকট বাড়বে: নির্বাচন নিয়ে জামায়াত আমিরের হুঁশ

15

জয়পুরহাট পৌরসভার দোকান/ অস্বাভাবিক ভাড়া বৃদ্ধি, প্রতিবাদে দো

16

নওগাঁয় গ্রাহকের টাকা ফেরত না দেওয়ায় গণপিটুনি

17

পোরশায় কৃষকদের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

18

ধামইরহাট থানা হেফাজতে থাকা এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির

19

আদমদীঘিতে নাশকতা মামলায় যুবলীগের এক কর্মী গ্রেপ্তার

20