আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির সান্তাহারে শর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিরতণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সান্তাহার ইউপির সান্দিড়া সরদারপাড়ায় এই আয়োজন করা হয়। সান্তাহার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেনের সভাপতিত্বে ও যুবদলের যুগ্ম আহবায়ক আবুল বাশার বাবলুর সঞ্চালনায় পুরস্কার বিরতণ উপলক্ষে এক আলোচনা সভা হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সান্তাহার ইউপির প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী এমারত হোসেন জোয়ারদার চাঁন, ইউপি সদস্য রফিকুল ইসলাম রঞ্জু, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাদল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি রুহুল আমীন, গোলাম আম্বিয়া হেলাল, জালাল উদ্দীন আখতারুজ্জামান খোকন, সুইট, পাপ্পু, সুমন, রেজাউল, রবিউল, নাসির, বিমান, রাবু, স্বাধীন, লিপন, সোহাগ প্রমূখ। বক্তব্য শেষে চ্যাম্পিয়ন দল প্রটোজেন একাদশ এবং রানার্সআপ দল চা বাগান একাদশকে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি।
মন্তব্য করুন